স্ট্রিম প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ কোটি টাকা ব্যয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা ও এনইসির চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হবে। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দীন মাহমুদসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
২০২৫-২৬ অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে সরকার এটি ১৩ দশমিক ০৭ শতাংশ কমাচ্ছে। ফলে সংশোধিত বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর অর্থ বিভাগ থেকে আরএডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারণের চিঠি দেওয়া হয়। এতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৪ শতাংশ। বাকি ৭২ হাজার কোটি টাকা বা ৩৬ শতাংশ আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে। দেশের সম্পদ ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
প্রস্তাবিত আরএডিপিতে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ২২টিতে বরাদ্দ বাড়ছে। ৩৩টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ কমছে এবং দুটিতে অপরিবর্তিত রয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ আরএডিপির মোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
মূল এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ ছিল পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন এবং স্বাস্থ্য খাতে। সংশোধিত এডিপিতে এসবের পাশাপাশি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত সর্বোচ্চ বরাদ্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
আরএডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। এছাড়া তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রয়েছে।
এবারের আরএডিপিতে ১ হাজার ৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মূল এডিপিতে প্রকল্প ছিল ১ হাজার ১৭৩টি। সংশোধিত এডিপিতে নতুন অনুমোদিত ১৩৮টি প্রকল্প যুক্ত হয়েছে। মূল এডিপিতে ছিল না এমন ২৩টি প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। এছাড়া চারটি প্রকল্প বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ কোটি টাকা ব্যয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা ও এনইসির চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হবে। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দীন মাহমুদসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
২০২৫-২৬ অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে সরকার এটি ১৩ দশমিক ০৭ শতাংশ কমাচ্ছে। ফলে সংশোধিত বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর অর্থ বিভাগ থেকে আরএডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারণের চিঠি দেওয়া হয়। এতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৪ শতাংশ। বাকি ৭২ হাজার কোটি টাকা বা ৩৬ শতাংশ আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে। দেশের সম্পদ ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
প্রস্তাবিত আরএডিপিতে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ২২টিতে বরাদ্দ বাড়ছে। ৩৩টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ কমছে এবং দুটিতে অপরিবর্তিত রয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ আরএডিপির মোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
মূল এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ ছিল পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন এবং স্বাস্থ্য খাতে। সংশোধিত এডিপিতে এসবের পাশাপাশি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত সর্বোচ্চ বরাদ্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
আরএডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। এছাড়া তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রয়েছে।
এবারের আরএডিপিতে ১ হাজার ৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মূল এডিপিতে প্রকল্প ছিল ১ হাজার ১৭৩টি। সংশোধিত এডিপিতে নতুন অনুমোদিত ১৩৮টি প্রকল্প যুক্ত হয়েছে। মূল এডিপিতে ছিল না এমন ২৩টি প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। এছাড়া চারটি প্রকল্প বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কারাগারে ল্যাপটপ নিয়ে প্রবেশে বাধা এবং আসামির সঙ্গে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ বা আইনি পরামর্শের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী। অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার সকালে নিহতের বাবা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন।
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৭ সালের ১১ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিন থেকেই শুরু হয় ‘এক-এগারো’ নামে পরিচিত বিশেষ সময়কাল। তখন দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়।
৬ ঘণ্টা আগে