leadT1ad

রায়পুরায় সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৪
নরসিংদীর পুলিশ লাইনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্ট্রিম ছবি

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ (চিরুনি অভিযান) করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি রায়পুরার নিলক্ষায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই প্রসঙ্গ টেনে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নরসিংদীতে রায়পুরা উপজেলায় সবচেয়ে বড় সমস্যা এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

পুলিশ লাইন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃক্ষরোপণ করে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও প্রশিক্ষণসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Ad 300x250

সম্পর্কিত