leadT1ad

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ভয়ানক কঠিন ব্যবস্থা নেবে কমিশন: ইসি সানাউল্লাহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৬
ভোলায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সভা করেছেন ইসি মো. সানাউল্লাহ। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে তাঁর ব্যাপারে ভয়ানক কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক সভায় ইসি সানাউল্লাহ এসব কথা বলেন। সেখানে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভা করেন। এ সময় পোস্টাল ভোটের বিষয়ে সর্বোচ্চ কঠোর নিরাপত্তার বিষয়েও নির্দেশনা দেন ইসি।

‘দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে’ উল্লেখ করে ইসি সানাউল্লাহ দু-চারজন লোকের জন্য যাতে কোনো বাজে ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। কোনো ঘটনা ঘটলে গুজব রোধে তাৎক্ষণিক সঠিক তথ্য গণমাধ্যমকে জানানোর জন্যও নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।

ভোটকেন্দ্রে বয়স্ক, প্রতিবন্ধী ও মহিলাদের ভোটদানের ক্ষেত্রে আনসার ভিডিপি সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ। এছাড়া নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা আতিথেয়তা না নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার ও কোস্ট গার্ডের জোনাল কমান্ডারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত