স্ট্রিম সংবাদদাতা

ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ হাসান মাহিদ (১৯) কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের ছেলে। পরিবারসহ তিনি ফেনী শহরে ভাড়া বাসায় থাকতেন। আর আহত কিশোরের নাম ইরফান (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে মাসুদকে কয়েকজন কিশোর ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে মাসুদ ও ইরফানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আর ইরফানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাসুদের বাবা মো. নয়ন বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে বরফকলে কাজ করত। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কাজে যায়নি। শুক্রবার টমটম নিয়ে বের হয়। পরে খবর পাই তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। এসে দেখি ছেলে আর বেঁচে নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের ছোট ভাইয়ের স্থানীয় কয়েকজন কিশোরের নাম উল্লেখ করে অভিযোগ করেন, ওই কিশোররা তার ভাইকে হত্যা করেছে। এর আগেও একবার তারা মাসুদের মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল মোহছেন সুজন বলেন, মাসুদকে হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর বাম কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ইরফানের বাম কান ও মুখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বিস্তারিত পরে জানানো হবে।

ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ হাসান মাহিদ (১৯) কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের ছেলে। পরিবারসহ তিনি ফেনী শহরে ভাড়া বাসায় থাকতেন। আর আহত কিশোরের নাম ইরফান (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে মাসুদকে কয়েকজন কিশোর ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে মাসুদ ও ইরফানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আর ইরফানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাসুদের বাবা মো. নয়ন বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে বরফকলে কাজ করত। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কাজে যায়নি। শুক্রবার টমটম নিয়ে বের হয়। পরে খবর পাই তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। এসে দেখি ছেলে আর বেঁচে নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের ছোট ভাইয়ের স্থানীয় কয়েকজন কিশোরের নাম উল্লেখ করে অভিযোগ করেন, ওই কিশোররা তার ভাইকে হত্যা করেছে। এর আগেও একবার তারা মাসুদের মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল মোহছেন সুজন বলেন, মাসুদকে হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর বাম কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ইরফানের বাম কান ও মুখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বিস্তারিত পরে জানানো হবে।

প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষা ও অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি পরিবর্তন করে ঈদুল ফিতরের পরে আয়োজন করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সৃজনশীল প্রকাশকেরা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
১৯ মিনিট আগে
দেশি-বিদেশি প্রতিষ্ঠান নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শেষ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
৪২ মিনিট আগে
প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
২ ঘণ্টা আগে
ভোলায় এক সভায় নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’
২ ঘণ্টা আগে