leadT1ad

নির্বাচনের ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৮: ০২
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে সারা দেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চপর্যায়ের সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি এ ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের আগের চার দিন, ভোটের দিন ও পরের সাত দিনসহ মোট ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী। এছাড়া বুধবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক টিম ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটরিং করছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতির আগাম তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্ট্রিমকে বলেন, ‘প্রচারণার ক্ষেত্রে প্রার্থী ও নেতাকর্মীদের করণীয় বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’

নির্বাচনে আনসার ও ভিডিপির ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। বাহিনীর মুখপাত্র মো. আশিকউজ্জামান স্ট্রিমকে জানান, সারা দেশে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সদস্য থাকবেন। তাঁরা ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করবেন।

আশিকউজ্জামান স্ট্রিমকে বলেন, ‘১৩ জনের মধ্যে তিনজন অস্ত্রসহ থাকবেন। একজন প্রিসাইডিং অফিসারের এবং দুজন কেন্দ্রের নিরাপত্তা দেবেন। বাকি ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য লাঠি হাতে থাকবেন।’

আশিকউজ্জামান আরও জানান, সারা দেশে ১ হাজার ১৯১টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা মাঠে সক্রিয় থাকবেন। তবে এর আগেও বিভিন্ন এলাকায় টহল জারি রাখা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত