leadT1ad

বাণিজ্যিক সম্পর্ক গড়তে চায় ঢাকা-কাবুল, হবে যৌথ প্রদর্শনী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৫
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বৈঠক। ছবি: সংগৃহীত

বাণিজ্য সম্পর্ক তৈরিতে যৌথ প্রদর্শনী আয়োজনের পাশাপাশি কমার্শিয়াল অ্যাটাশে (বাণিজ্যিক প্রতিনিধি) নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগান সংবাদমাধ্যম ‘পাজহোক আফগান নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বাণিজ্য বাধা দূর করতে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আফগান মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

আফগান উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বে দেশটির প্রায় অর্ধশত ব্যবসায়ীর দল রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশে এসেছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে তারা একাধিক বৈঠক করেছেন।

পাজহোক আফগান নিউজ জানিয়েছে, আফগান উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি, ব্যাংকিং সুবিধা এবং আফগান পণ্যের জন্য বিশেষ শুল্ক সুবিধা (প্রেফারেনশিয়াল ট্যারিফস্) নিয়ে আলোচনা হয়। এছাড়া বাণিজ্যের পরিমাণ বাড়ানো এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ ও তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনার বিষয়েও কথা হয়।

এছাড়া আলোচনার ভিত্তিতে ঢাকা ও কাবুলে যৌথ প্রদর্শনী আয়োজনে সম্মত হয়েছে দু’পক্ষ। ব্যবসায়িক সম্পর্ক জোরদারে উভয় দেশ বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে। আর বাণিজ্যিক বাধাগুলো চিহ্নিত করে তা সমাধানে করা হবে একটি যৌথ কমিটি।

আফগান মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি কর্মকর্তারা প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। বিদ্যমান বাণিজ্যের সুযোগকে ভিত্তি করে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশই। এছাড়া ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখতে কাবুল ও ঢাকায় নিয়মিত এমন বৈঠক চালিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ প্রস্তুত বলে জানিয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত