leadT1ad

খোঁজ নিয়েছি, সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

টঙ্গীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী। সংগৃহীত ছবি

প্রতারণার মামলায় মাত্র ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৫ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এর আগে সোমবার ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সুরভীর রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক। এই খবরে ফটোকার্ড নিজের টাইমলাইনে শেয়ার করে জ্যেষ্ঠ সাংবাদিক সাজিদ হক লিখেছেন, সুরভীর কথা আমার স্পষ্ট মনে আছে। ঢাবি ক্যাম্পাস যখন খালি, অল্প কয়েক আন্দোলনকারী, তখন বীরদর্পে সে ঘোষণা দিয়েছিল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। সেদিন সে মারা যেতে পারতো।

তিনি লেখেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সেটার পক্ষে বিপক্ষে নানা মত। এটার একটা নিরপেক্ষ তদম্ত হতে পারত। তার আগে সুরখীকে জামিন দেওয়া যেতো। উল্টো তাঁকে রিমান্ডে দেওয়া হয়েছে। তাঁর পক্ষে অবশ্য বিএনপি, জামায়াত, এনসিপি কেউ নেই। সুতরাং তাঁকে ঢলে দিলে ইউনূস সাহেব আর তাঁর সরকারের কিছু আসে যায় না।

ফেসবুকে সুরভীর রিমান্ড নিয়ে সমালোচনা।
ফেসবুকে সুরভীর রিমান্ড নিয়ে সমালোচনা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন সুরভীর জন্ম সনদ পোস্ট করে লিখেছেন, মোসা. তাহরিমা জান্নাত সুরভী। বয়স: ১৭ বছর এক মাস। রিমান্ড মঞ্জুর: ২ দিন। তথাকথিত সাংবাদিকের করা মিথ্যা মামলায় দীর্ঘ ১০ দিন কারাবন্দি।

সুরভীর আইনজীবী রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে।

এদিকে, সুরভীর মুক্তির দাবিতে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে গাজীপুরের আদালত এলাকায় বিক্ষোভ হয়েছে। এছাড়া গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় সুরভী নিজেও নানা কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।

গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে আটক করে পুলিশ। প্রথমে টঙ্গী পূর্ব থানায় এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরে তাঁকে কালিয়াকৈর থানার হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক মামলা করেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।

ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করে একটি চক্র; যার সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad 300x250

সম্পর্কিত