leadT1ad

চুপিসারে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২৩: ১০
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়ার অভিযোগ উঠেছে ভারতের ৯ উচ্চপদস্থ কর্মকর্তার। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি বিদ্যুৎ উন্নন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, শনিবার সকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ সন্ধান শুরু করে। এসব কর্মকর্তা হলেন– ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ পাওয়া জিএম সিউজ প্রতীক বর্মন, বিশ্বজিৎ মন্ডল, এন সূর্যপ্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকী, পাপ্পু লাল মিনা, ডিজিএম সূর্যকান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, অর্নিবাণ সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, ডাইনিংয়ে তাদের না পেয়ে খোঁজ করে জানা যায়– অনুমতি ছাড়াই চুপিসারে ৯ কর্মকর্তা ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সূত্র জানায়, ৯ কর্মকর্তা কাউকে কিছু না জানিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যান। পরে প্রকল্প পরিচালক রামানাথ পুজারী যোগাযোগ করলে তারা জানান– নিরাপত্তাহীনতার কারণে তারা বাংলাদেশ ছেড়েছেন।

প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা থাকার পরও ভারতীয়রা কেন নিরাপত্তাহীনতার অভিযোগ করলেন, তা জানা যায়নি। এমনকি বাংলাদেশ ছাড়ার আগে তারা কখনো বিষয়টি নিয়ে অভিযোগ দেননি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত