leadT1ad

পলাশে তাঁত শ্রমিকের মরদেহ মিলল কারখানার পাশেই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

পলাশে তাঁত শ্রমিক এমরান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নাইট ডিউটি চলাকালে তিনি কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে ওই কারখানাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের এমরান মিয়া (৩০)। তিনি উপজেলার কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, বাড়ির পাশে মোস্তফা নামে একজনের একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন এমরান। সোমবার নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হন। এরপর হয়ে আর ফিরে আসেনি। আজ মঙ্গলবার ভোরের দিকে কারখানার আরেক শ্রমিক রাস্তার পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত