leadT1ad

যাচাই ছাড়া সংবাদ প্রকাশে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৪
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ কেবল বিভ্রান্তিই ছড়ায় না, এটি আদালত অবমাননার শামিল। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক কিছু ভুল তথ্যের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে যে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রতিবাদে আপিল বিভাগের এক বিচারপতি ছুটিতে গেছেন। এছাড়া বেঞ্চ না পাওয়ায় হাইকোর্টের আরেক বিচারপতি ছুটিতে আছেন বলেও খবর ছড়ায়।

এই তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম মায়ের অসুস্থতার কারণে ছুটিতে আছেন। অন্যদিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিচারকার্যে অংশ নিতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত ‘ক্ষোভ’ বা ‘বেঞ্চ না পাওয়ার’ তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন সংবাদ পরিবেশন সংশ্লিষ্টদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করতে পারে।

সংবাদকর্মীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সুপ্রিম কোর্ট সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে মিডিয়া ফোকাল পারসন বা রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে তথ্য যাচাই করতে হবে। তথ্যের সত্যতা নিশ্চিত না করে সংবাদ পরিবেশন অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

Ad 300x250

সম্পর্কিত