leadT1ad

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ আনছে সরকার: আসিফ নজরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭: ২০
আসিফ নজরুল। স্ট্রিম গ্রাফিক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ আনছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এসব তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে তাঁরা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাঁদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। এ লক্ষ্যে আইন প্রণয়ন করা প্রয়োজন।

এ ধরনের আইনের বৈধতা প্রসঙ্গে আইন উপদেষ্টা লেখেন, এমন আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তি আইন করা হয়েছে।

তিনি বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদের প্রসঙ্গ টানেন। এই অনুচ্ছেদে দায়মুক্তি আইন করার বৈধতা রয়েছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালেও মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় দায়মুক্তি আইন করা হয়েছিল।

আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এসব নজির ও আইনি কাঠামোর আলোকে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ড. আসিফ নজরুল তাঁর পোস্টে লেখেন, “ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত