leadT1ad

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ভিড়, ৫ ঘণ্টায় আপিল করলেন ৬৯ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নির্বাচন কমিশন ভবন। ছবি: বাসসের সৌজন্যে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা।

টানা চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬৯ জন প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে আজ দুপুর ২টা পর্যন্ত মোট ৩৫৭ জন প্রার্থী আপিল করলেন।

নির্বাচন কমিশন গত ৫ জানুয়ারি থেকে ১০টি বুথে (অঞ্চল) আপিল গ্রহণ করছে।

বুথের তথ্যমতে, সবচেয়ে বেশি আপিল করেছেন ঢাকা অঞ্চলের ৭৯ জন এবং কুমিল্লা অঞ্চলের ৪৬ জন প্রার্থী। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের ৪৩, রাজশাহীর ৪২, খুলনার ৩৫, রংপুরের ৩১, চট্টগ্রাম ৪৬, ফরিদপুরের ২৫ বরিশালের ১৭ ও সিলেট অঞ্চলের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল করেছেন।

এদের মধ্যে আজ ৫ ঘন্টায় আপিল করা ৬৯ জনের মধ্যে, ময়মনসিংহে ১৮, ঢাকায় ১২, রংপুরে ৯, রাজশাহী ৬, চট্টগ্রাম ৬, ফরিদপুর ৬, কুমিল্লা ৫, খুলনা ৪ ও বরিশাল ২ ও সিলেট অঞ্চলে একজন প্রার্থী আপিল করেছেন।

ইসি কর্মকর্তারা বলেছেন, সবচেয়ে বেশি আপিল করছেন স্বতন্ত্র প্রার্থীরা। বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ১ শতাংশ ভোটার স্বাক্ষরের জটিলতায় বাতিল হয়েছে।

গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন। অন্যদিকে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করে ইসি। মোট মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৫৬৮টি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন। আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত