স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় তিন মাস আগে পরীক্ষা নেওয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে মাসজুড়ে চলেছিল।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসন শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করবে, সেখানেই তারিখসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
রাবি আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, 'এবার আগেভাগেই ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং রমজান শুরু হবে। তাই ফেব্রুয়ারির আগেই পরীক্ষা সম্পন্ন করা জরুরি।'
অধ্যাপক মো. সাইফুল ইসলাম ব্যক্তিগতভাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি না থাকার সম্ভাবনা বেশি। প্রয়োজনে এক শিফটের পরিবর্তে তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে।
একই বক্তব্য দিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন। তিনি বলেন, 'নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির মিটিং ডাকা হবে এবং সেখানেই সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'
এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে একযোগে রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।১২ এপ্রিল বি ইউনিট (ব্যবসায় শিক্ষা), ১৯ এপ্রিল এ ইউনিট (মানবিক), ২৬ এপ্রিল সি ইউনিট (বিজ্ঞান)। প্রতিদিন এক শিফটে পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক আবেদন ফি ছিল ৫৫ টাকা। চূড়ান্ত আবেদনের জন্য বি ইউনিটে ১১০০ টাকা এবং এ ও সি ইউনিটে ১৩২০ টাকা দিতে হয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় তিন মাস আগে পরীক্ষা নেওয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে মাসজুড়ে চলেছিল।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসন শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করবে, সেখানেই তারিখসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
রাবি আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, 'এবার আগেভাগেই ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং রমজান শুরু হবে। তাই ফেব্রুয়ারির আগেই পরীক্ষা সম্পন্ন করা জরুরি।'
অধ্যাপক মো. সাইফুল ইসলাম ব্যক্তিগতভাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি না থাকার সম্ভাবনা বেশি। প্রয়োজনে এক শিফটের পরিবর্তে তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে।
একই বক্তব্য দিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন। তিনি বলেন, 'নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির মিটিং ডাকা হবে এবং সেখানেই সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'
এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে একযোগে রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।১২ এপ্রিল বি ইউনিট (ব্যবসায় শিক্ষা), ১৯ এপ্রিল এ ইউনিট (মানবিক), ২৬ এপ্রিল সি ইউনিট (বিজ্ঞান)। প্রতিদিন এক শিফটে পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক আবেদন ফি ছিল ৫৫ টাকা। চূড়ান্ত আবেদনের জন্য বি ইউনিটে ১১০০ টাকা এবং এ ও সি ইউনিটে ১৩২০ টাকা দিতে হয়েছিল।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
২ ঘণ্টা আগে