স্ট্রিম প্রতিবেদক

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার মূল খাঁচা থেকে বের হওয়া স্ত্রী সিংহকে বশে আনা হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর কর্মকর্তারা ইনজেকশন দিয়ে অবচেতন করে তাঁকে ফের খাঁচায় পাঠাতে সক্ষম হন। এ ঘটনায় দুই সদস্যের কমিটি করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড় হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বেলা পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে ‘ডেইজি’ নামের একটি স্ত্রী সিংহ। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কেউ হতাহত হয়নি।
খাঁচার মূল ফটক দিয়ে বের হলেও সীমানা দেয়ালের মধ্যেই ছিল সিংহীটি। প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে তাকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহীকে আবার খাঁচায় নেওয়া হয়।
জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে। যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে, সেটিতে কয়েক দিন আগে একটি পুরুষ সিংহ দেওয়া হয়।
জাতীয় চিড়িয়াখানার উপপরিচালক বেগম মানছুরা হাছিন স্ট্রিমকে জানান, চিড়িয়াখানায় দুই স্তরের খাঁচা রয়েছে। মূল খাঁচা থেকে স্ত্রী সিংহটি বের হয়ে চিড়িয়াখানার ভেতরেই ছিল। গতিবিধি লক্ষ্য করে অবচেতন করার মাধ্যমে তাকে আবার খাঁচায় পাঠানো হয়েছে।
চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, যে সময় মূল খাঁচা থেকে সিংহী বের হয়, তখন দর্শনার্থী কম ছিল। বিষয়টি জানার পর তারাও আতঙ্কে দ্রুত বের হয়ে যান।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মানছুরা হাছিন বলেন, প্রাণীরা নির্দিষ্ট জায়গার বাইরে যাতে না আসতে পারে, সেজন্য পাহারা দেওয়া হয়। সিংহীটি কেন বের হলো, গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, এমন হতে পারে ঠিকমতো দরজা লাগানো হয়নি। তা না হলে তো স্বাভাবিকভাবে ওখান থেকে বের হওয়ার কথা না। খাঁচার কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা পাওয়া যায়নি। তবে কারো খামখেয়ালি আছে কিনা, তাও দেখা হবে।
এদিকে, রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (তথ্য ও জনসংযোগ) মামুন হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিংহীকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে এনেছে। চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তাঁর ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছেন।
এতে আরো বলা হয়, সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো, তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্য হলেন উপপরিচালক (খামার) শরিফুল হক। তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের কাছে দিতে বলা হয়েছে।

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার মূল খাঁচা থেকে বের হওয়া স্ত্রী সিংহকে বশে আনা হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর কর্মকর্তারা ইনজেকশন দিয়ে অবচেতন করে তাঁকে ফের খাঁচায় পাঠাতে সক্ষম হন। এ ঘটনায় দুই সদস্যের কমিটি করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড় হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বেলা পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে ‘ডেইজি’ নামের একটি স্ত্রী সিংহ। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কেউ হতাহত হয়নি।
খাঁচার মূল ফটক দিয়ে বের হলেও সীমানা দেয়ালের মধ্যেই ছিল সিংহীটি। প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে তাকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহীকে আবার খাঁচায় নেওয়া হয়।
জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে। যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে, সেটিতে কয়েক দিন আগে একটি পুরুষ সিংহ দেওয়া হয়।
জাতীয় চিড়িয়াখানার উপপরিচালক বেগম মানছুরা হাছিন স্ট্রিমকে জানান, চিড়িয়াখানায় দুই স্তরের খাঁচা রয়েছে। মূল খাঁচা থেকে স্ত্রী সিংহটি বের হয়ে চিড়িয়াখানার ভেতরেই ছিল। গতিবিধি লক্ষ্য করে অবচেতন করার মাধ্যমে তাকে আবার খাঁচায় পাঠানো হয়েছে।
চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, যে সময় মূল খাঁচা থেকে সিংহী বের হয়, তখন দর্শনার্থী কম ছিল। বিষয়টি জানার পর তারাও আতঙ্কে দ্রুত বের হয়ে যান।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মানছুরা হাছিন বলেন, প্রাণীরা নির্দিষ্ট জায়গার বাইরে যাতে না আসতে পারে, সেজন্য পাহারা দেওয়া হয়। সিংহীটি কেন বের হলো, গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, এমন হতে পারে ঠিকমতো দরজা লাগানো হয়নি। তা না হলে তো স্বাভাবিকভাবে ওখান থেকে বের হওয়ার কথা না। খাঁচার কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা পাওয়া যায়নি। তবে কারো খামখেয়ালি আছে কিনা, তাও দেখা হবে।
এদিকে, রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (তথ্য ও জনসংযোগ) মামুন হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিংহীকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে এনেছে। চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তাঁর ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছেন।
এতে আরো বলা হয়, সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো, তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্য হলেন উপপরিচালক (খামার) শরিফুল হক। তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের কাছে দিতে বলা হয়েছে।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৪ মিনিট আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
১৭ মিনিট আগে
জব্দকৃত ভিডিওতে এই উল্লাসর পরও কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি তার আইনি ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য—সুজন পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্মকর্তা জোর করে হাতে অস্ত্র তুলে না দিলে তিনি খুনি হতেন না।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে