স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। যার মধ্য থেকে ৮৩ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রেখেছে ইসি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেমন পর্যবেক্ষক ও সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তেমন নিরাপত্তার জন্য রাখা হচ্ছে প্রটোকল টিম। এ ছাড়া তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স, ভিসা প্রক্রিয়াকরণ, বিমানবন্দরের সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। ২২ জানুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় এ পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়।
সে সভার কার্যবিবারণী গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য, স্বাস্থ্য এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগকে পাঠায় ইসি। এ কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি কার্যবিবরণীতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণে আসা ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে ৭টি আন্তজার্তিক সংস্থা সার্ক, ওআইসি, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, আনফেরিয়েল ওয়েব, আইআরআই, এনডিআই এবং ২৬টি দেশ থেকে মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। আমন্ত্রিত ও স্বপ্রণোদিতভাবে আসা এই পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক ও সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক।
ইসির কার্যবিবরণী বলছে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ফি সুবিধার্তে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে সোনালী ব্যাংকের একটি বুথ স্থাপন করা হবে। এ ছাড়া তাঁদের জন্য বিমানবন্দরে ভিআইপি ডেস্কের সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ইসি।
পাশাপাশি ইমিগ্রেশনের সময় তাঁদের প্রতি শিষ্টাচার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হয়রানি ও ভোগান্তি তৈরি না করার নির্দেশও দেওয়া হয়েছে। ক্লিয়ারেন্স প্রদানের সময় এদের পাসপোর্টে আবশ্যিকভাবে ‘ইলেকশন অবজারভার’ সিল দিতে বলেছে ইসি।
শুধু ভিআইপি ডেস্ক নয়, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সহায়তার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারের আগেই এয়ারপোর্ট হেল্প ডেস্ক চালু করার নির্দেশও দিয়েছে ইসি। এই ডেস্কটি ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু রাখা হবে। হেল্প ডেস্কে সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট ইমিগ্রেশন, বিমানবন্দর, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য, বিমান ও পর্যটন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। এই ৭ সেক্টর থেকে ৩ জন করে অফিসার নিযুক্ত করা হবে, যারা দিনব্যাপী ২৪ ঘণ্টায় ৩ শিফটে রোস্টার ডিউটি পালন করবেন। তবে হেল্প ডেস্কে নবম গ্রেডের নিচের কাউকে নিযুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু হেল্প ডেস্কে পরিচালনার সহায়তার জন্য সিভিল অ্যাভিয়েশন প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়োগ করতে পারবে। পাশাপাশি বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিমানবন্দরের হেলথ সেন্টার সার্বক্ষণিক খোলা রাখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিমানবন্দরের ইমিগ্রেশনে ২৪ ঘণ্টার হটলাইন চালু করা হবে।
সঙ্গে আনা যন্ত্রপাতি নিয়ে দেশত্যাগে লাগবে না শুল্ক
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা সঙ্গে করে যেসব যন্ত্রপাতি নিয়ে আসবেন, দেশত্যাগের সময় এসব যন্ত্রপাতির জন্য তাদের কোনো শুল্ক দেওয়া লাগবে না। তবে ওই সকল যন্ত্রপাতি বাংলাদেশে রেখে গেলে কিংবা কোথায় ডোনেট করলে তাঁকে বিধি মোতাবেক শুল্ক পরিশোধ করতে হবে। এক্ষেত্রে যাঁদের পূর্বে বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকবে তাঁদের শুল্ক দিতে হবে না। আর যারা শুল্ক দিবে তাঁরা যাতে খুব সহজে দিতে পারেন, তাঁর জন্য বিমানবন্দরে এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে ইসি।
পাচ্ছেন প্রটোকল টিম
আমন্ত্রিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য প্রটোকল টিমের ব্যবস্থা করেছে কমিশন। এই প্রটোকল টিমে নির্বাচন কমিশনের ৭ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ জন ও তথ্য মন্ত্রণালয় থেকে ১০ জন কর্মকর্তাকে নিযুক্ত করা হবে। এ জন্য আমন্ত্রিত পর্যবেক্ষকদের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর অতিথিদের সঙ্গে প্রটোকল অফিসারদের কানেক্টিভিটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইসি। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা কে কোথায় পর্যবেক্ষণ করবেন, তার তালিকা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে অনুযায়ী নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালেও থাকবে নানা সুবিধা
বিদেশি সাংবাদিকদের জন্য ভোট গ্রহণের ৫ দিন আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মিডিয়া সেল স্থাপন করা হবে। এই মিডিয়া সেলে টেলিফোন ও ইন্টারনেটের ব্যবস্থা রাখা হবে। সেল পরিচালনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় অফিসার নিয়োগ করবে। এ ছাড়া আমন্ত্রিত পর্যবেক্ষকদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে একজন ডাক্তার ও একজন নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক হেলথ ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ৪টি কেবিন, একজন ডাক্তার ও ২টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। একইসঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দায়িত্ব পালন করা ডাক্তারের জন্যও ১টি কক্ষের ব্যবস্থা রাখা হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য ‘মানসম্মত’ উপহারের ব্যবস্থা করবে কমিশন।
১১ ফেব্রুয়ারি ব্রিফ, ১৩ ফেব্রুয়ারি ডিনার
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি-বিদেশি সব সাংবাদিক, বিদেশি পর্যবেক্ষক ও নির্বাচন কমিশনের স্টেকহোল্ডারদের নির্বাচনসংক্রান্ত তথ্য, নির্বাচনের প্রস্তুতি ও পর্যবেক্ষকদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে। এই ব্রিফে আনুমানিক ১২ শ মানুষ উপস্থিত থাকতে পারে বলে ধারণা করছে ইসি।
অন্যদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের স্টেকহোল্ডারদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হবে। এখানে ৬০০ অতিথি থাকতে পারেন বলে ধারণা করছে ইসি।

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। যার মধ্য থেকে ৮৩ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রেখেছে ইসি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেমন পর্যবেক্ষক ও সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তেমন নিরাপত্তার জন্য রাখা হচ্ছে প্রটোকল টিম। এ ছাড়া তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স, ভিসা প্রক্রিয়াকরণ, বিমানবন্দরের সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। ২২ জানুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় এ পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়।
সে সভার কার্যবিবারণী গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য, স্বাস্থ্য এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগকে পাঠায় ইসি। এ কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি কার্যবিবরণীতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণে আসা ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে ৭টি আন্তজার্তিক সংস্থা সার্ক, ওআইসি, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, আনফেরিয়েল ওয়েব, আইআরআই, এনডিআই এবং ২৬টি দেশ থেকে মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। আমন্ত্রিত ও স্বপ্রণোদিতভাবে আসা এই পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক ও সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক।
ইসির কার্যবিবরণী বলছে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ফি সুবিধার্তে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে সোনালী ব্যাংকের একটি বুথ স্থাপন করা হবে। এ ছাড়া তাঁদের জন্য বিমানবন্দরে ভিআইপি ডেস্কের সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ইসি।
পাশাপাশি ইমিগ্রেশনের সময় তাঁদের প্রতি শিষ্টাচার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হয়রানি ও ভোগান্তি তৈরি না করার নির্দেশও দেওয়া হয়েছে। ক্লিয়ারেন্স প্রদানের সময় এদের পাসপোর্টে আবশ্যিকভাবে ‘ইলেকশন অবজারভার’ সিল দিতে বলেছে ইসি।
শুধু ভিআইপি ডেস্ক নয়, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সহায়তার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারের আগেই এয়ারপোর্ট হেল্প ডেস্ক চালু করার নির্দেশও দিয়েছে ইসি। এই ডেস্কটি ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু রাখা হবে। হেল্প ডেস্কে সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট ইমিগ্রেশন, বিমানবন্দর, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য, বিমান ও পর্যটন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। এই ৭ সেক্টর থেকে ৩ জন করে অফিসার নিযুক্ত করা হবে, যারা দিনব্যাপী ২৪ ঘণ্টায় ৩ শিফটে রোস্টার ডিউটি পালন করবেন। তবে হেল্প ডেস্কে নবম গ্রেডের নিচের কাউকে নিযুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু হেল্প ডেস্কে পরিচালনার সহায়তার জন্য সিভিল অ্যাভিয়েশন প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়োগ করতে পারবে। পাশাপাশি বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিমানবন্দরের হেলথ সেন্টার সার্বক্ষণিক খোলা রাখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিমানবন্দরের ইমিগ্রেশনে ২৪ ঘণ্টার হটলাইন চালু করা হবে।
সঙ্গে আনা যন্ত্রপাতি নিয়ে দেশত্যাগে লাগবে না শুল্ক
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা সঙ্গে করে যেসব যন্ত্রপাতি নিয়ে আসবেন, দেশত্যাগের সময় এসব যন্ত্রপাতির জন্য তাদের কোনো শুল্ক দেওয়া লাগবে না। তবে ওই সকল যন্ত্রপাতি বাংলাদেশে রেখে গেলে কিংবা কোথায় ডোনেট করলে তাঁকে বিধি মোতাবেক শুল্ক পরিশোধ করতে হবে। এক্ষেত্রে যাঁদের পূর্বে বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকবে তাঁদের শুল্ক দিতে হবে না। আর যারা শুল্ক দিবে তাঁরা যাতে খুব সহজে দিতে পারেন, তাঁর জন্য বিমানবন্দরে এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে ইসি।
পাচ্ছেন প্রটোকল টিম
আমন্ত্রিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য প্রটোকল টিমের ব্যবস্থা করেছে কমিশন। এই প্রটোকল টিমে নির্বাচন কমিশনের ৭ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ জন ও তথ্য মন্ত্রণালয় থেকে ১০ জন কর্মকর্তাকে নিযুক্ত করা হবে। এ জন্য আমন্ত্রিত পর্যবেক্ষকদের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর অতিথিদের সঙ্গে প্রটোকল অফিসারদের কানেক্টিভিটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইসি। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা কে কোথায় পর্যবেক্ষণ করবেন, তার তালিকা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে অনুযায়ী নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালেও থাকবে নানা সুবিধা
বিদেশি সাংবাদিকদের জন্য ভোট গ্রহণের ৫ দিন আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মিডিয়া সেল স্থাপন করা হবে। এই মিডিয়া সেলে টেলিফোন ও ইন্টারনেটের ব্যবস্থা রাখা হবে। সেল পরিচালনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় অফিসার নিয়োগ করবে। এ ছাড়া আমন্ত্রিত পর্যবেক্ষকদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে একজন ডাক্তার ও একজন নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক হেলথ ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ৪টি কেবিন, একজন ডাক্তার ও ২টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। একইসঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দায়িত্ব পালন করা ডাক্তারের জন্যও ১টি কক্ষের ব্যবস্থা রাখা হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য ‘মানসম্মত’ উপহারের ব্যবস্থা করবে কমিশন।
১১ ফেব্রুয়ারি ব্রিফ, ১৩ ফেব্রুয়ারি ডিনার
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি-বিদেশি সব সাংবাদিক, বিদেশি পর্যবেক্ষক ও নির্বাচন কমিশনের স্টেকহোল্ডারদের নির্বাচনসংক্রান্ত তথ্য, নির্বাচনের প্রস্তুতি ও পর্যবেক্ষকদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে। এই ব্রিফে আনুমানিক ১২ শ মানুষ উপস্থিত থাকতে পারে বলে ধারণা করছে ইসি।
অন্যদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের স্টেকহোল্ডারদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হবে। এখানে ৬০০ অতিথি থাকতে পারেন বলে ধারণা করছে ইসি।

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুসআব আমীন। লালাখালের জিরোপয়েন্টে গোসলে নেমে এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
পদত্যাগপত্র পাঠিয়ে একই দিনে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ভোট ছাড়াই ফেরত এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলা আড়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে মাগুরা জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগে