leadT1ad

কারা গুলি করল হাদিকে, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৭
ডিএমপির লোগো

রাজধানীর বিজয়নগরে ওসমান শরীফ হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত নেমেছে একাধিক সংস্থা। পুলিশ, র‍্যাবের পাশাপাশি একাধিক সংস্থা। কারা কী কারণে গুলি করেছে, কারও রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি না, তার তদন্ত শুরু হয়েছে। ওসমান হাদি বেশ কয়েকবার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘মাত্র দুই ঘণ্টা আগে ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করছি। এটা নিয়ে কাজ করছি। কারা কী কারণে করল, তদন্তে কিছু সময় লাগবে।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা স্ট্রিমকে জানান, বিভিন্ন সময় হাদিকে যাঁরা হুমকি দিয়েছিল, সেসব গুরুত্বসহ বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া এই সন্ত্রাসী হামলার পেছনে আন্তর্জাতিক কোনো কানেকশন আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গুলি চালানো মোটরবাইকে থাকা সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডিজিটালি ও ম্যানুয়ালি সব সব কৌশলেই হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের ধরতে পারলেই হামলার মোটিভ পরিষ্কার হবে।’

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস সন্ধ্যায় স্ট্রিমকে জানান, ‘একটি ঘটনা দিয়ে দেশের পুরো আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক হবে না। প্রতিদিনই ৩০০ আসনে অসংখ্য প্রার্থী নির্বাচনী প্রচার অভিযানে রয়েছেন। তাঁদের সঙ্গে কর্মী রয়েছেন। পুরো পরিস্থিতি বিবেচনা করে বিচার করতে হবে। এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাদির হামলাকারীদের আমরা খুব শিগগিরই ধরে ফেলব ইনশা আল্লাহ।’

এদিকে, ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানায়। আজ সন্ধ্যার পর বিএনপির ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তালেবুর রহমান আরও বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করছে।’

এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা কাছের থানা অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় ডিএমপির পক্ষ থেকে।

Ad 300x250

সম্পর্কিত