leadT1ad

আ.লীগের দোসর নয়, সৎ ও যোগ্য লোকজনই নির্বাচন পরিচালনা করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯: ৪২
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের কোনো দোসর নাই, সৎ ও যোগ্য লোকজনই নির্বাচন পরিচালনা করবে।

বুধবার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রযুক্তির সব ব্যবহার নিশ্চিত করা হবে। গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারণা নৈতিক কিনা জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সভার আয়োজন করে। এতে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত