leadT1ad

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও তিন নর্ডিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৩: ৫০
তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতেরা। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নর্ডিক অঞ্চলের তিন দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতেরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। এ ছাড়া বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক সেখানে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত