leadT1ad

জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জামায়াতে ইসলামীর সমাবেশ। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে দলটির আমিরের নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। মিরপুর-১০ নম্বরে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন ১০ দলীয় জোটের নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সোয়া ৩টার দিকে নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত হন। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে উপস্থিত রয়েছেন।

জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। স্ট্রিম ছবি
জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। স্ট্রিম ছবি

দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। সমাবেশস্থলে ডা. শফিকুর রহমান এখনও উপস্থিত হননি।

ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান, সম্প্রতি জামায়াতে যুক্ত হওয়া মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, ১০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত