নির্বাচনী হলফনামা
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা। এ ছাড়াও তাঁর হাতে নগদ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা রয়েছে।
পেশা হিসেবে আইনপেশা ও ব্যাবসা দেখিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নামে মামলাসংখ্যা ৩৮। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হলফনামার তথ্য বলছে, সালাহউদ্দিন আহমদ ১০ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পদের মালিক। তাঁর স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ২৬৭ টাকা।
তবে স্থাবর সম্পদের দিক থেকে সালাহউদ্দিন আহমেদের চেয়ে ধনী তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ৮ কোটি ৯৫ লাখ ৬ হাজার ১৭১ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি। তাঁর অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪১ টাকা।
তিনটি গাড়ি রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। এর মধ্যে একটি কার ও দুটি জিপ, যার মোট মূল্য ৫৬ লাখ ৬০ হাজার ২৫ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর একটি কার ও একটি জিপ রয়েছে, যার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার ৮৭৯ টাকা।
হলফনামায় স্বর্ণালংকারের বিবরণে উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিনের ১২.৩ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর ২৪.৮ তোলা স্বর্ণ রয়েছে, যা তিনি বিভিন্ন সময়ে উপহার হিসেবে পেয়েছেন।
সালাহউদ্দিনের নিজ নামে ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় রয়েছে ৪ কোটি ১৫ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। সর্বশেষ তিনি আয়কর দিয়েছেন ২১ লাখ ৮২ হাজার ২১৬ টাকা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা। এ ছাড়াও তাঁর হাতে নগদ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা রয়েছে।
পেশা হিসেবে আইনপেশা ও ব্যাবসা দেখিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নামে মামলাসংখ্যা ৩৮। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হলফনামার তথ্য বলছে, সালাহউদ্দিন আহমদ ১০ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পদের মালিক। তাঁর স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ২৬৭ টাকা।
তবে স্থাবর সম্পদের দিক থেকে সালাহউদ্দিন আহমেদের চেয়ে ধনী তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ৮ কোটি ৯৫ লাখ ৬ হাজার ১৭১ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি। তাঁর অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪১ টাকা।
তিনটি গাড়ি রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। এর মধ্যে একটি কার ও দুটি জিপ, যার মোট মূল্য ৫৬ লাখ ৬০ হাজার ২৫ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর একটি কার ও একটি জিপ রয়েছে, যার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার ৮৭৯ টাকা।
হলফনামায় স্বর্ণালংকারের বিবরণে উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিনের ১২.৩ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর ২৪.৮ তোলা স্বর্ণ রয়েছে, যা তিনি বিভিন্ন সময়ে উপহার হিসেবে পেয়েছেন।
সালাহউদ্দিনের নিজ নামে ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় রয়েছে ৪ কোটি ১৫ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। সর্বশেষ তিনি আয়কর দিয়েছেন ২১ লাখ ৮২ হাজার ২১৬ টাকা।

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলটি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
৪৪ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও কখনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নাগরিকত্বের তথ্য দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।
২ ঘণ্টা আগে
সারাক্ষণ বাবার ছায়াসঙ্গী হয়ে আলোচনায় এসেছেন জাইমা রহমান। বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানও এক সময় এভাবে মা খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন। ছেলেকে রাজনৈতিক কর্মসূচি থেকে কূটনৈতিক অনুষ্ঠানে নিজের সঙ্গে রাখতেন তিনবারের প্রধানমন্ত্রী। জাইমার গতিবিধিও একই।
২ ঘণ্টা আগে
যে রাজনীতি শহীদ জিয়া এবং খালেদা জিয়া দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই আগামীর বাংলাদেশের রাজনীতি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
৩ ঘণ্টা আগে