leadT1ad

নির্বাচনী হলফনামা

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ, নগদ আছে ১ কোটি ৩৫ লাখ টাকা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২১: ৫৬
সালাহউদ্দিন আহমেদ। স্ট্রিম ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা। এ ছাড়াও তাঁর হাতে নগদ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা রয়েছে।

পেশা হিসেবে আইনপেশা ও ব্যাবসা দেখিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নামে মামলাসংখ্যা ৩৮। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

হলফনামার তথ্য বলছে, সালাহউদ্দিন আহমদ ১০ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পদের মালিক। তাঁর স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ২৬৭ টাকা।

তবে স্থাবর সম্পদের দিক থেকে সালাহউদ্দিন আহমেদের চেয়ে ধনী তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ৮ কোটি ৯৫ লাখ ৬ হাজার ১৭১ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি। তাঁর অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪১ টাকা।

তিনটি গাড়ি রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। এর মধ্যে একটি কার ও দুটি জিপ, যার মোট মূল্য ৫৬ লাখ ৬০ হাজার ২৫ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর একটি কার ও একটি জিপ রয়েছে, যার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার ৮৭৯ টাকা।

হলফনামায় স্বর্ণালংকারের বিবরণে উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিনের ১২.৩ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর ২৪.৮ তোলা স্বর্ণ রয়েছে, যা তিনি বিভিন্ন সময়ে উপহার হিসেবে পেয়েছেন।

সালাহউদ্দিনের নিজ নামে ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় রয়েছে ৪ কোটি ১৫ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। সর্বশেষ তিনি আয়কর দিয়েছেন ২১ লাখ ৮২ হাজার ২১৬ টাকা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত