স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনি প্রচারণা অংশ নিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি হযরত শাহ্ মখদুম মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, শাহ্ মাখদুম (রাহ.) মাজার জিয়ারত শেষে তিনি দুপুর ২টায় রাজশাহীর আলিয়া মাদরাসা ময়দানে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
এরপর তিনি বিকেল ৫টা ৩০মিনিটে নওগাঁর কাজীর মোড় এটিম মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে সড়কপথে তিনি পিতৃভূমি বগুড়ায় যাবেন।
দীর্ঘ ১৯ বছর আজ বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওয়ানা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’

নির্বাচনি প্রচারণা অংশ নিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি হযরত শাহ্ মখদুম মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, শাহ্ মাখদুম (রাহ.) মাজার জিয়ারত শেষে তিনি দুপুর ২টায় রাজশাহীর আলিয়া মাদরাসা ময়দানে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
এরপর তিনি বিকেল ৫টা ৩০মিনিটে নওগাঁর কাজীর মোড় এটিম মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে সড়কপথে তিনি পিতৃভূমি বগুড়ায় যাবেন।
দীর্ঘ ১৯ বছর আজ বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওয়ানা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলের জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এর আগে ময়দানের কাছে হজরত শাহমখদুমের (র.) কবর জিয়ারত করেন তিনি।
৪০ মিনিট আগে
বাংলাদেশের রাজনীতিতে ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে শুধু ক্ষমতার পালাবদলের আয়োজন ভাবার সুযোগ নেই। এটি দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর এক আমূল পরিবর্তনের সম্ভাবনার সন্ধিক্ষণ ছিল। যদিও সেসবের অধিকাকাংশ এখন আর আলোচনায় নেই।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট কঠোর হস্তে দমন করা হবে। আমরা কথা দিচ্ছি, ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি ১০ ভাগ যারা থাকবে, তাদের বুঝিয়ে ঠিক করা হবে।‘
২ ঘণ্টা আগে