leadT1ad

জিয়াউর রহমান বিভাজন দূর করে গোটা জাতিকে একই সুতায় বেঁধেছিলেন: মঈন খান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৪: ২০
কথা বলছেন ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দেশের সমস্ত বিভাজন দূর করে গোটা জাতিকে একই সুতায় বেঁধেছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, ‘সে সময় দেশে এক ভিত্তিকর পরিবেশ বিরাজমান ছিল। কোন সরকার ছিল না আইনের শাসন ছিল না। সকল গণতান্ত্রিক অধিকার রুদ্ধ ছিল। জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়ে একদলীয় বাকশাল হটিয়ে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশের সকল রাজনৈতিক দলকে মুক্তভাবে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন।‘

দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বের গুণাবলি সম্পর্কে তোমাদের জানতে হবে, পড়তে হবে। তাঁর আদর্শ ধারণ করেই বাংলাদেশ পরিচালনা করতে হবে।’

Ad 300x250

সম্পর্কিত