leadT1ad

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২: ০৫
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেছেন, যাঁরা কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান, তাঁদের সেই পুরোনো দিনের কথা ভুলে যেতে হবে। আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে প্রথম নির্বাচনী প্রচার সভায় তিনি এ কথা বলেন। ঢাকা-১২ আসনের বিএনপি জোটের এই প্রার্থী বলেন, গত ১৭ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছে। ১২ ফেব্রুয়ারি অবাধ নির্বাচনের মাধ্যমে তা সফল করতে হবে।

সাইফুল হক বলেন, ‘নির্বাচিত হলে প্রতি ছয় মাস পরপর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষকে নিয়ে গণশুনানি করব। মানুষের সুখ-দুঃখের কথা নিজের কানে শুনব।’ তিনি অভিযোগ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কারণে ঢাকা-১২ আসন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। জনগণ এসব সন্ত্রাসীকে প্রত্যাখ্যান করবে।

ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি প্রচার মিছিল কারওয়ান বাজার ও নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত