leadT1ad

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার ও ইসিকে এনসিপির ধন্যবাদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০: ২০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী । তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেখবে।

তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা থাকলেও কমিশনের সক্ষমতার অভাব রয়েছে। কমিশন দলীয় প্রভাবমুক্ত হয়ে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।

ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় গুন্ডা, সন্ত্রাসী বা দুর্নীতিবাজরা যেন কেন্দ্র দখল করতে না পারে, সেজন্য জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

Ad 300x250

সম্পর্কিত