leadT1ad

প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২: ০৭
বুধবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়

প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরও দুই দফা ঘোষণা করে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী। বুধবার (১০ ডিসেম্বর) দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলটির সদস্যসচিব আখতার হোসেন নাম ঘোষণা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে মনোনয়ন পাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন, ঢাকা-৯ আসনে তাসনিম জারা; ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম; ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা; ঢাকা-১৩ আসনে আকরাম হোসাইন; ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদিব; ঢাকা ১৭- তাজনুভা জাবিন; ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা-১৯ ফয়সাল মাহমুদ শান্ত।

এছাড়া ঢাকা জেলার বাইরে শীর্ষ নেতাদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম; রংপুর-৪ আসনে আখতার হোসেন; কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ; নওগাঁ-৫ আসনে মনিরা শারমীন; সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল; চুয়াডাঙ্গা-১ আসনে মোল্লা ফারুক এহসান; পটুয়াখালী-১ আসনে জহিরুল ইসলাম মূসা; ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা মিতু; ময়মনসিংহ-৬ আসনে জাবেদ রাসিন; নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার; নারায়নগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন; সিলেট-১ আসনে এহতেশাম হক; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহদী;

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ; চাঁদপুর-৫ আসনে মাহবুব আলম এবং নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ।

প্রার্থী ঘোষণার আগে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দেড় হাজারের ওপরে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পরে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভার পর আজকের এই মনোনয়ন। আমরা চাই না গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এসব মানুষ রাজনীতিতে আসুক। আমরা রাজনীতিতে নতুনত্ব চাই।’

এসময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বুলেটের পর ব্যালট রেভ্যুলেশনে যাচ্ছি আমরা। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন এবং ক্যাম্পেইন করবেন আমাদের প্রার্থীরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ঋণখেলাপি এবং চাঁদাবাজদের আমরা মনোনয়ন দেব না। যদি এরকম খুঁজে পাওয়া যায় তাদের প্রার্থীতা বাতিল করব।’

কেউ বিশৃঙ্খলা করলে তাদের প্রার্থিতা বাতিল হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক ফাইন্যান্স পলিসি অনুসরণ করতে হবে। আজকে প্রথম তালিকা দেওয়া হচ্ছে। এই তালিকায় তারাই স্থান পাচ্ছে যারা সরাসরি জুলাইয়ে ভূমিকা রেখেছে। দ্বিতীয় দফায় তালিকা দেওয়া হবে বিএনপি-জামায়াতের যারা বিদ্রোহী, তাদের।’

এর আগে চলতি মাসের ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম চলে। ওই নির্ধারিত সময়ের মধ্যে দলটি ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল।

Ad 300x250

সম্পর্কিত