leadT1ad

অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৫
ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।”

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়। এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সাথে সরাসরি জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “আমি নিজে আগে ক্রিকেট খেলেছি। এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সাথে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে। এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান।” এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন তিনি।

তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা ও পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত