leadT1ad

রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, মাদ্রাসা ময়দানে জনস্রোত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

রাজশাহীতে বিএনপির নির্বাচনী জনসভা। স্ট্রিম ছবি

দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তিনি বক্তব্য দেবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

সকাল ১১টার দিকে মাদ্রাসা ময়দানে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে মাঠের অর্ধেক মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।

জনসভায় অংশ নেওয়া মানুষদের চাওয়া, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এই জনসভা থেকে। কেউ আবার চান সন্ত্রাসমুক্ত দেশ, আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা।

মাদ্রাসা মাঠ সংলগ্ন ঘোষপাড়া মোড়ে কথা হয় তরুণ মোস্তাকিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রাজশাহী বিএনপির ঘাঁটি। আমাদের তরুণদের প্রত্যাশা হবে, খেলাধুলার মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো ঠিক হবে। শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন হোক। বেকারত্ব বড় সমস্যা। গ্যাস আছে, কিন্তু সংযোগ পাওয়া যায় না।

দুপুরের দিকে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ট্রিম ছবি
দুপুরের দিকে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ট্রিম ছবি

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যেন এগুলোর সমাধান করেন। গ্যাস পেলে কল-কারখানা হবে। বেকারদের কর্মসংস্থান হবে। তা না হলে এখন অটো চালাতে হচ্ছে। রেস্টুরেন্টে কাজ করতে হয়। তাতে সংসার চলে না। রাজশাহীর বেকারদের কর্মসংস্থানের বিষয়টিই গুরুত্ব দেওয়া দরকার।’

কথা হয় আখের রস বিক্রেতা বুদ্ধু শেখের সঙ্গে। তিনি বলেন, ‘তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা সবাই যেন এই দেশে ভালো থাকতে পারে। দেশটা যেন সন্ত্রাসমুক্ত থাকতে পারে। এতদিন যেভাবে দেশ চালাইছে, তার থেকে আশা করি তারেক রহমান ভালো চালাবে।’

মো. শামিম নামে এক রিকশাচালক স্ট্রিমকে বলেন, ‘আমাদের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশে। আমরা গরীব মানুষ, সাধারণ মানুষ খেটে খেতে পারব; এডিই আমার প্রত্যাশা। নাগরিক হিসেবে আমি চাই, রাজশাহীর উন্নয়ন হবে, এই দেশটা ভালোমতো চালাক। অনেক দিন পর তারেক রহমান রাজশাহী বিভাগ আসছেন, এডিও তো বিশাল পাওয়া।’

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামের প্রত্যাশা, দেশটা শান্তিময় হোক। তিনি বলেন, ‘উত্তরাঞ্চল অবহেলিত। এখানে শিল্প-কারখানা নেই। এ অঞ্চলে কর্মসংস্থানের জন্য শিল্প গড়ে তুলুক। জুলাই অভ্যুত্থানের পরে যে সুযোগ এসেছে আমরা আশা করি তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক। যে বাংলাদেশে সবাই তার অধিকার নিয়ে থাকবে। মানুষে মানুষে বৈষম্য থাকবে না। সবার যেন মিনিমাম একটা আয় থাকে।’

প্রত্যাশার কথা জানাচ্ছেন রাজশাহীর দুই বাসিন্দা
প্রত্যাশার কথা জানাচ্ছেন রাজশাহীর দুই বাসিন্দা

সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা ও রাজশাহী, নাটোর-চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা।

দলীয়সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নামবেন। এরপর হজরত শাহমখদুম (র.) দরগা শরীফে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি যাবেন জনসভায়।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান সাড়ে ৩টায় নওগাঁর পথে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তারেক রহমান।

নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। এরপর রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরাও অংশ নেবেন। আর বগুড়ার জনসভায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।

Ad 300x250

সম্পর্কিত