leadT1ad

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত ইসলামী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২৩: ৪৭
জামায়াতে ইসলামীর লোগো।

ভারতের সাবেক কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ভারতীয় রাজনীতিবিদের এ ধরনের বক্তব্যকে কূটনৈতিক রীতিবিরোধী ও অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন এবং একটি বৈধ দল সম্পর্কে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন। বিশেষ করে একজন সাবেক কূটনীতিকের কাছ থেকে এমন পক্ষপাতদুষ্ট ও তথ্যবিকৃত বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এ দেশের জনগণই নির্ধারণ করবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় এবং বিদেশি রাজনীতিবিদের এ বিষয়ে কথা বলার এখতিয়ার নেই।

বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, শ্রিংলার এ ধরনের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দুই দেশের মধ্যকার শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা। জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত দল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত রায় দেবে। এ বিষয়ে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।

গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত সম্পর্কে হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। দেশের প্রকৃত মালিক এ দেশের জনগণ, তাই বিদেশি কারও ইচ্ছায় বাংলাদেশের রাজনীতি চলবে না। জামায়াত সবসময়ই জনগণের অধিকার ও সুশাসনের প্রশ্নে আপসহীন ভূমিকা নিয়েছে। ভারতের দায়িত্বশীল মহল ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত বক্তব্য থেকে দূরে থেকে কূটনৈতিক সৌজন্য বজায় রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দাবি করেন, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত