leadT1ad

ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: নারায়ণগঞ্জে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ভোটের আগে একটি বাহিনী, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। প্রবাসীদের ব্যালট দখল করে নিয়েছে।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও আর ভোট ডাকাতির নির্বাচনের কোনো পার্থক্য আছে? তাদের সঙ্গে ওদের কোনো পার্থক্য নেই। দুইজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায় এবং আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা, এটার ব্যাপারে সজাগ থাকতে হবে।’

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) শুক্রবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে বিএনপি আয়োজিত এ জনসভায় কয়েক হাজারো নেতাকর্মী যোগ দেন।

জনসভায় তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ ভালো একটি পরিবর্তন চায়। একটি নিরাপদ রাষ্ট্র চায়—যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে লক্ষ লক্ষ বেকার তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শুধু গার্মেন্টস শিল্প দিয়ে হবে? নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত