এনসিপিতে আসিফের যোগ দেওয়ার দিন
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে নির্বাচনের মাঠে না থাকলেও এবার নতুন এক 'রাজনৈতিক সমাধানের' দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহফুজ আলম এই ঘোষণা দেন। একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়ার ঘোষণা দেন আরেক সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এদিকে ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লেখেন, 'আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে।'
জুলাই অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, 'আসুন, আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।'
এর আগে, গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম স্পষ্ট করেছিলেন যে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হবেন না।
ওই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই 'নতুন রাজনৈতিক সমাধানের' বার্তা দিয়ে রাজনীতির মাঠে থাকার জানান দিলেন মাহফুজ আলম।
এই ফেসবুক পোস্টের নিচে হ্যাশট্যাগ ব্যবহার করে মাহফুজ লেখেন, জাস্টিস ফর শহীদ ওসমান হাদি।
এদিকে আজ সন্ধ্যায় সদ্য পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে প্রার্থী হচ্ছে না বলে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, আসিফ মাহমুদকে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে নির্বাচনের মাঠে না থাকলেও এবার নতুন এক 'রাজনৈতিক সমাধানের' দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহফুজ আলম এই ঘোষণা দেন। একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়ার ঘোষণা দেন আরেক সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এদিকে ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লেখেন, 'আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে।'
জুলাই অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, 'আসুন, আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।'
এর আগে, গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম স্পষ্ট করেছিলেন যে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হবেন না।
ওই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই 'নতুন রাজনৈতিক সমাধানের' বার্তা দিয়ে রাজনীতির মাঠে থাকার জানান দিলেন মাহফুজ আলম।
এই ফেসবুক পোস্টের নিচে হ্যাশট্যাগ ব্যবহার করে মাহফুজ লেখেন, জাস্টিস ফর শহীদ ওসমান হাদি।
এদিকে আজ সন্ধ্যায় সদ্য পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে প্রার্থী হচ্ছে না বলে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, আসিফ মাহমুদকে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহের সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
২২ মিনিট আগে
অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অপরিহার্য শর্ত—ভোটারদের ১ শতাংশ অর্থাৎ প্রায় ৫,০০০ সই সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
৩৬ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগের রাতে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
১ ঘণ্টা আগে
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
৩ ঘণ্টা আগে