স্ট্রিম ডেস্ক

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতে সাড়া ফেলেছেন বাংলাদেশের তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ।
ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যক্তিগত স্বর্ণ জেতেন ১৯ বছর বয়সী এই তরুণ।
শুক্রবার (২০ জুন) বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি ছিল রুদ্ধশ্বাস। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান গাকুতো। শেষ সেটে ২৯-২৬ পয়েন্টে জয় ছিনিয়ে এনে সোনা নিশ্চিত করেন আলিফ।
এশিয়ান পর্যায়ে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন। অর্ধযুগ পর আবারও এই আসরে বাংলাদেশ স্বর্ণ জয় করল তরুণ আর্চারের হাত ধরে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে থাকা আলিফ এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন। এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি শেষ ৩২-এ ওঠেন তিনি। এরপর চীনের আলিনকে ৬-২, মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে পৌঁছান সেমিফাইনালে। সেমিফাইনালে চাইনিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে ৬-২ ব্যবধানে হারিয়ে পা রাখেন ফাইনালে।
দলগত ইভেন্টে হতাশা
রিকার্ভ পুরুষদের দলগত ইভেন্টে অবশ্য পদক অধরাই থেকে গেছে বাংলাদেশের জন্য। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়া–এই তিনজনের দলটি চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে গিয়ে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে পড়ে। শুরুতে পিছিয়ে পড়লেও মাঝপথে সমতা ফেরায় বাংলাদেশ। কিন্তু শেষ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে যায় তারা।
কম্পাউন্ডেও পদক হাতছাড়া
কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জের লড়াইয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হিমু বাছাড়। কিন্তু ভারতের শচীন ছেছির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতে সাড়া ফেলেছেন বাংলাদেশের তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ।
ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যক্তিগত স্বর্ণ জেতেন ১৯ বছর বয়সী এই তরুণ।
শুক্রবার (২০ জুন) বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি ছিল রুদ্ধশ্বাস। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান গাকুতো। শেষ সেটে ২৯-২৬ পয়েন্টে জয় ছিনিয়ে এনে সোনা নিশ্চিত করেন আলিফ।
এশিয়ান পর্যায়ে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন। অর্ধযুগ পর আবারও এই আসরে বাংলাদেশ স্বর্ণ জয় করল তরুণ আর্চারের হাত ধরে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে থাকা আলিফ এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন। এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি শেষ ৩২-এ ওঠেন তিনি। এরপর চীনের আলিনকে ৬-২, মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে পৌঁছান সেমিফাইনালে। সেমিফাইনালে চাইনিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে ৬-২ ব্যবধানে হারিয়ে পা রাখেন ফাইনালে।
দলগত ইভেন্টে হতাশা
রিকার্ভ পুরুষদের দলগত ইভেন্টে অবশ্য পদক অধরাই থেকে গেছে বাংলাদেশের জন্য। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়া–এই তিনজনের দলটি চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে গিয়ে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে পড়ে। শুরুতে পিছিয়ে পড়লেও মাঝপথে সমতা ফেরায় বাংলাদেশ। কিন্তু শেষ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে যায় তারা।
কম্পাউন্ডেও পদক হাতছাড়া
কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জের লড়াইয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হিমু বাছাড়। কিন্তু ভারতের শচীন ছেছির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তিনি।

আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য ‘দুঃখজনক মুহূর্ত’ বলে মন্তব্য করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। একই সঙ্গে তারা বলেছে, এই পরিস্থিতিতে খেলাটিকে এগিয়ে নেওয়ার জন্য অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া উচিৎ।
১ দিন আগে
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বদলি দল হিসেবে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
২ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে না গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৫ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে বলা হয়, প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।
৫ দিন আগে