leadT1ad

অগ্নিযুগের বিপ্লবী: বিনয় বাদল দীনেশ

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৫

দিনটি ছিল ৮ ডিসেম্বর, ১৯৩০। বিনয়, বাদল এবং দীনেশ সাহেবি পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংসে প্রবেশ করেন। তাঁদের মূল টার্গেট ছিলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস. সিম্পসন, যিনি জেলের ভেতর রাজবন্দীদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন। নিরাপত্তার কড়াকড়ি ভেদ করে তাঁরা সোজা সিম্পসনের কক্ষে ঢুকে পড়েন। সিম্পসন কিছু বুঝে ওঠার আগেই বিনয় বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘Pray to God, Colonel. Your last hour has come!’

Ad 300x250

সম্পর্কিত