leadT1ad

ফেলনা কাগজে নতুন প্রাণ: বনকাগজ

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬: ২২

নির্বাচনের সময় বা বিভিন্ন প্রচারে দেশে যে এত এত পোস্টার আর ফেস্টুন দেখা যায়, কাজ ফুরালে এগুলো আসলে কই যায়? এগুলো শেষমেষ জমা হয় আমাদের ড্রেনে, ফুটপাতে, যা প্রতিনিয়ত পরিবেশের শ্বাসরোধ করছে। এত এত ব্যানার, পোস্টার আর ফেস্টুন বর্জ্য - এর কি আসলেই কোনো সলিউশন আছে? সলিউশন আছে। সলিউশন হলো বন কাগজ। বন কাগজ হলো এমন একটি বায়োডিগ্রেডেবল হাতে তৈরি কাগজ, যা ব্যবহারের পর আপনি ফেলে দিলে আবর্জনা হবে না, বরং মাটিতে পড়লে সেখান থেকে গাছ জন্ম নেবে।

বিষয়:

নির্বাচন
Ad 300x250

সম্পর্কিত