ফ্রিডম ফ্লোটিলা-২০১০ থেকে গ্লোবাল সুমুদ-২০২৫
সমুদ্র শুধুই জলরাশি নয়। ছোট জলযান, নিরীহ মানুষ, সঙ্গে সামান্য সাহায্য—এই দৃশ্য যখন বিশাল শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, তখন প্রতিটি ঢেউই হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী। আজও সেই সমুদ্রের মঞ্চে মানুষ দাঁড়াচ্ছে। তারা ডাক্তার, শিক্ষক, ছাত্র, সাধারণ পেশাজীবী।