স্ট্রিম সংবাদদাতা

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন রাস্তা ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন তথ্য অনুযায়ী গত দুই বছরে ফিলিস্তিনে সহিংসতায় ব্যাপক প্রাণহানি ঘটেছে; শিশু ও নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্ব মানবতার আদর্শের কথা যারা বলেন তারা যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় এবং নিরীহ মানুষ হত্যা করে তখন তাদের নীরবতা আমাদের ব্যথিত করে। এ নিয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ছাত্র সংগঠন ও মুসলিম যুব সংগঠনের সঙ্গে আলাপ করেছি। তারা ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে জনমত গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণে সরকারের ভূমিকা জরুরি।
জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মানবতাবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যরা যখন মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ইসরায়েলি বাহিনী তাদের বাধা দেয়। পরে তাদের আটক করা হয়। আমরা এ ঘটনার প্রতিবাদ দাবি জানাই এবং আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানাই ফিলিস্তিনের ওপর হওয়া জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান সমাবেশে বলেন, কয়েক দিন ধরে খাবার ও পানি সংকটের মুখে থাকা গাজার মানুষের সহায়তার উদ্দেশ্যে সামুদ ফ্লোটিলা যাত্রা করেছিল। সেখানে ইসরায়েল বাধা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক স্তরে যারা মানবতার রক্ষক তাদের সৎ ভূমিকা পালন করতে হবে। আমরা জাতিসংঘসহ সব আন্তরিক সংস্থাকে ফিলিস্তিনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন রাস্তা ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন তথ্য অনুযায়ী গত দুই বছরে ফিলিস্তিনে সহিংসতায় ব্যাপক প্রাণহানি ঘটেছে; শিশু ও নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্ব মানবতার আদর্শের কথা যারা বলেন তারা যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় এবং নিরীহ মানুষ হত্যা করে তখন তাদের নীরবতা আমাদের ব্যথিত করে। এ নিয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ছাত্র সংগঠন ও মুসলিম যুব সংগঠনের সঙ্গে আলাপ করেছি। তারা ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে জনমত গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণে সরকারের ভূমিকা জরুরি।
জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মানবতাবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যরা যখন মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ইসরায়েলি বাহিনী তাদের বাধা দেয়। পরে তাদের আটক করা হয়। আমরা এ ঘটনার প্রতিবাদ দাবি জানাই এবং আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানাই ফিলিস্তিনের ওপর হওয়া জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান সমাবেশে বলেন, কয়েক দিন ধরে খাবার ও পানি সংকটের মুখে থাকা গাজার মানুষের সহায়তার উদ্দেশ্যে সামুদ ফ্লোটিলা যাত্রা করেছিল। সেখানে ইসরায়েল বাধা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক স্তরে যারা মানবতার রক্ষক তাদের সৎ ভূমিকা পালন করতে হবে। আমরা জাতিসংঘসহ সব আন্তরিক সংস্থাকে ফিলিস্তিনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৭ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে