স্ট্রিম ডেস্ক

একটি বাদে ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এখনো ভেসে চলা নৌযানটির নাম ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটিতে ছয়জন আরোহী রয়েছেন।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট এখনো আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে। এর গতিবেগ ঘণ্টায় ২ দশমিক ১৬ নটিকেল মাইল (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার)। এই হিসাবে নৌযানটি এখনো গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থান করছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে লাইভ আপডেটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ম্যারিনেটের ক্যাপ্টেন জানিয়েছেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হয়েছিল। তবে সেই সমস্যার এখন সমাধান হয়েছে।
ফ্লোটিলার সংগঠকরা বলছেন, নৌযানটি এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে এবং যোগাযোগ অব্যাহত আছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
উল্লেখ্য, ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ছিল। এগুলোতে গাজার জন্য মানবিক সহায়তা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্ট ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পর্যন্ত একটি বাদে বাকি নৌযান আটক করে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সব নৌযান আটক করা হয়েছে এবং কেবল একটি বাকি রয়েছে। আটক যাত্রীরা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। প্রথম দলটিকে বৃহস্পতিবার দুপুর নাগাদ আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

একটি বাদে ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এখনো ভেসে চলা নৌযানটির নাম ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটিতে ছয়জন আরোহী রয়েছেন।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট এখনো আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে। এর গতিবেগ ঘণ্টায় ২ দশমিক ১৬ নটিকেল মাইল (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার)। এই হিসাবে নৌযানটি এখনো গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থান করছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে লাইভ আপডেটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ম্যারিনেটের ক্যাপ্টেন জানিয়েছেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হয়েছিল। তবে সেই সমস্যার এখন সমাধান হয়েছে।
ফ্লোটিলার সংগঠকরা বলছেন, নৌযানটি এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে এবং যোগাযোগ অব্যাহত আছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
উল্লেখ্য, ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ছিল। এগুলোতে গাজার জন্য মানবিক সহায়তা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্ট ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পর্যন্ত একটি বাদে বাকি নৌযান আটক করে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সব নৌযান আটক করা হয়েছে এবং কেবল একটি বাকি রয়েছে। আটক যাত্রীরা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। প্রথম দলটিকে বৃহস্পতিবার দুপুর নাগাদ আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে