আদালতে আহত ও শহীদ পরিবারের সদস্যরা
দুচোখ হারিয়েছেন ইবাদ হোসেন। বয়স মাত্র ১৮। গত বছরের ১৯ জুলাই জেলখানা মোড়ে গুলি খেয়ে তাঁর চোখের আলো নিভে গেছে। তবু মনটা অন্ধকারে ডুবে যায়নি। সেই মনই তাকে হাতড়ে হাতড়ে নিয়ে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করিডোরে।