প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
ইলিয়াস আসন পাতেন কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড়গাছের মাথায়। সেই তখন থেকে দিনের বেলা রোদের মধ্যে রোদ হয়ে ছড়িয়ে থাকেন সারাটা বিলজুড়ে। আর রাতভর বিল শাসন করেন ওই পাকুড়গাছের ওপর থেকে; তিনি আকাশের মেঘ খেদান, ভেড়ার পাল সাতড়ে পার করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুর দালালের সঙ্গে আলাপ জুড়ে দেন...