স্ট্রিম প্রতিবেদক

স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাজ করছি, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।’
আবদুর রহমান খান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। এখন ব্যবসায়ীদের আর কারও কাছে গিয়ে ভ্যাট দিতে হয় না; এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট প্রদান করা যায়। কিন্তু ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’
করছাড় নীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ আহ্বান করা হয়। কিন্তু দেখা যায়, কখনো ৮ বছরের জন্য প্রদত্ত ছাড় ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এ ধরনের রাজস্ব ব্যবস্থার অদক্ষতা আমরা স্বীকার করি এবং তা ঠিক করার চেষ্টা করছি।’
এছাড়া তিনি উল্লেখ করেন, “বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। যদি নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করা যায়, তবে এই ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে উঠবে। তাই রাজস্ব খাতের সংস্কারে নীতিমালা ও বাস্তব প্রক্রিয়া আলাদা করে কাজ করছি। আশা করি, এক জায়গায় দুইজন দায়িত্ব পালন করলে পরিস্থিতি উন্নত হবে।”
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এটি দূর করা হবে। তবে বর্তমানে এই ব্যবস্থা থাকায় রাজস্ব আদায় অনেক কমে যেতে পারে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাজ করছি, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।’
আবদুর রহমান খান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। এখন ব্যবসায়ীদের আর কারও কাছে গিয়ে ভ্যাট দিতে হয় না; এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট প্রদান করা যায়। কিন্তু ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’
করছাড় নীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ আহ্বান করা হয়। কিন্তু দেখা যায়, কখনো ৮ বছরের জন্য প্রদত্ত ছাড় ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এ ধরনের রাজস্ব ব্যবস্থার অদক্ষতা আমরা স্বীকার করি এবং তা ঠিক করার চেষ্টা করছি।’
এছাড়া তিনি উল্লেখ করেন, “বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। যদি নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করা যায়, তবে এই ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে উঠবে। তাই রাজস্ব খাতের সংস্কারে নীতিমালা ও বাস্তব প্রক্রিয়া আলাদা করে কাজ করছি। আশা করি, এক জায়গায় দুইজন দায়িত্ব পালন করলে পরিস্থিতি উন্নত হবে।”
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এটি দূর করা হবে। তবে বর্তমানে এই ব্যবস্থা থাকায় রাজস্ব আদায় অনেক কমে যেতে পারে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মুখে অস্বীকার করলেও বেসরকারি ইসলামী ব্যাংকের গঠন থেকে পরিচালন সবক্ষেত্রে রয়েছে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে দলটির প্রার্থীর পক্ষে কাজ করবেন, তার একটি ভিডিও ফাঁস হওয়ার পর প্রসঙ্গটি আবার সামনে এসেছে।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দর অভ্যন্তরে প্রবেশ করে।
১৮ ঘণ্টা আগে
প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খোলা এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৭ টাকা। দুই ধরনের তেল মিলে ১৩ টাকা বেড়েছে।
১ দিন আগে
নভেম্বরে খাদ্যপণ্যের দাম অক্টোবরের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তবে খাদ্যবহির্ভুত পণ্যের দাম অক্টোবরের তুলনায় নভেম্বরে বেড়েছে দশমিক দশমিক ৯১ শতাংশ। আর সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কমেছে।
১ দিন আগে