স্ট্রিম প্রতিবেদক

স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাজ করছি, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।’
আবদুর রহমান খান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। এখন ব্যবসায়ীদের আর কারও কাছে গিয়ে ভ্যাট দিতে হয় না; এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট প্রদান করা যায়। কিন্তু ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’
করছাড় নীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ আহ্বান করা হয়। কিন্তু দেখা যায়, কখনো ৮ বছরের জন্য প্রদত্ত ছাড় ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এ ধরনের রাজস্ব ব্যবস্থার অদক্ষতা আমরা স্বীকার করি এবং তা ঠিক করার চেষ্টা করছি।’
এছাড়া তিনি উল্লেখ করেন, “বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। যদি নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করা যায়, তবে এই ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে উঠবে। তাই রাজস্ব খাতের সংস্কারে নীতিমালা ও বাস্তব প্রক্রিয়া আলাদা করে কাজ করছি। আশা করি, এক জায়গায় দুইজন দায়িত্ব পালন করলে পরিস্থিতি উন্নত হবে।”
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এটি দূর করা হবে। তবে বর্তমানে এই ব্যবস্থা থাকায় রাজস্ব আদায় অনেক কমে যেতে পারে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাজ করছি, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।’
আবদুর রহমান খান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। এখন ব্যবসায়ীদের আর কারও কাছে গিয়ে ভ্যাট দিতে হয় না; এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট প্রদান করা যায়। কিন্তু ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’
করছাড় নীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ আহ্বান করা হয়। কিন্তু দেখা যায়, কখনো ৮ বছরের জন্য প্রদত্ত ছাড় ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এ ধরনের রাজস্ব ব্যবস্থার অদক্ষতা আমরা স্বীকার করি এবং তা ঠিক করার চেষ্টা করছি।’
এছাড়া তিনি উল্লেখ করেন, “বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। যদি নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করা যায়, তবে এই ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে উঠবে। তাই রাজস্ব খাতের সংস্কারে নীতিমালা ও বাস্তব প্রক্রিয়া আলাদা করে কাজ করছি। আশা করি, এক জায়গায় দুইজন দায়িত্ব পালন করলে পরিস্থিতি উন্নত হবে।”
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এটি দূর করা হবে। তবে বর্তমানে এই ব্যবস্থা থাকায় রাজস্ব আদায় অনেক কমে যেতে পারে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই জোন গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
৯ ঘণ্টা আগে
ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন ।
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
১ দিন আগে