স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক মানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়েছে। এতে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে ‘সার্ক প্ল্যাটফর্ম’ পুনরুজ্জীবনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা আসে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এতে উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও কার্যকর আঞ্চলিক সহযোগিতাকে অপরিহার্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা ঘোষণায় উচ্চশিক্ষার উন্নয়নে আটটি ক্ষেত্রে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং শ্রমবাজারমুখী পাঠ্যক্রম প্রণয়ন। এছাড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী উচ্চশিক্ষা এবং জলবায়ু কার্যক্রমকে গবেষণার মূলধারায় আনার ওপর জোর দেওয়া হয়েছে।
ঘোষণায় সুশাসনের অভাব, গবেষণায় ঘাটতি এবং ডিজিটাল বৈষম্যকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। তবে অঞ্চলের বিশাল যুবসমাজ ও বিকাশমান ডিজিটাল সক্ষমতাকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
এ অঞ্চলের উচ্চশিক্ষা নেটওয়ার্ক জোরদার করতে নিয়মিত এমন সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সম্মেলন মালদ্বীপে অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের নির্বাহী পরিচালক অধ্যাপক জিয়া উল হক, শ্রীলঙ্কা ইউজিসির ভাইস চেয়ারম্যান অধ্যাপক কে এল ওয়াসান্থা কুমারা এবং বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ টি এম আসাদুজ্জামানসহ দেশি-বিদেশি নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক মানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়েছে। এতে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে ‘সার্ক প্ল্যাটফর্ম’ পুনরুজ্জীবনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা আসে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এতে উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও কার্যকর আঞ্চলিক সহযোগিতাকে অপরিহার্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা ঘোষণায় উচ্চশিক্ষার উন্নয়নে আটটি ক্ষেত্রে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং শ্রমবাজারমুখী পাঠ্যক্রম প্রণয়ন। এছাড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী উচ্চশিক্ষা এবং জলবায়ু কার্যক্রমকে গবেষণার মূলধারায় আনার ওপর জোর দেওয়া হয়েছে।
ঘোষণায় সুশাসনের অভাব, গবেষণায় ঘাটতি এবং ডিজিটাল বৈষম্যকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। তবে অঞ্চলের বিশাল যুবসমাজ ও বিকাশমান ডিজিটাল সক্ষমতাকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
এ অঞ্চলের উচ্চশিক্ষা নেটওয়ার্ক জোরদার করতে নিয়মিত এমন সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সম্মেলন মালদ্বীপে অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের নির্বাহী পরিচালক অধ্যাপক জিয়া উল হক, শ্রীলঙ্কা ইউজিসির ভাইস চেয়ারম্যান অধ্যাপক কে এল ওয়াসান্থা কুমারা এবং বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ টি এম আসাদুজ্জামানসহ দেশি-বিদেশি নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে ।
৪ ঘণ্টা আগে
আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে।
৫ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী।
২ দিন আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে