leadT1ad

শৈত্যপ্রবাহ থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সারাদেশে শৈত্যপ্রবাহ বইছে। ছবি: বাসস থেকে নেওয়া

সারাদেশে বুধবার মধ্যরাত থেকে পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুয়ায়ী, বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষীপুর এবং কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের টেকনাফে ২৬ দশমিক ৫।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত