leadT1ad

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৩: ০৬
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক করা হয়েছে। ছবি: স্ট্রেইট টাইমস

মালয়েশিয়ার একটি সাবান তৈরির কারখানা থেকে অর্ধ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে অন্তত ২৬ জন বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত নেগরি সেমবিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় টানা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নেগরি সেমবিলান অভিবাসন বিভাগের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার রাত ১টা পর্যন্ত সেরেম্বান ও নিলাইয়ের ১৩টি স্থানে অভিযান চালিয়ে মোট ৭৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৫ জনকে আটক করা হয়েছে নিলাইয়ের একটি সাবান তৈরির কারখানা থেকে।

কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানের সময় মোট ৩৯৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭১ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন ভারতীয় পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ৫ জন থাই পুরুষ ও ১ জন থাই নারী, ৩ জন মিয়ানমারের পুরুষ ও ২ জন মিয়ানমারের নারী, ৩ জন ইন্দোনেশীয় নারী ও ১ জন ইন্দোনেশীয় পুরুষ রয়েছেন।

মূলত জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান কেনিথ তান আই কিয়াং।

কেনিথ সতর্ক করে বলেন, যেসব নিয়োগকর্তা বা ব্যক্তি অবৈধ অভিবাসীদের কাজ দেবেন বা আশ্রয় দেবেন, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত