leadT1ad

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫০০০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ০২
ইরানে বিক্ষোভ চলাকালীন সহিংসতার চিত্র। ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সহায়তা ও অস্ত্র দিচ্ছে। সবচেয়ে ভারী সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে উত্তর-পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায়।

এর আগে শনিবার এক ভাষণে সর্বোচ্চ নেতা খামেনি বলেন, বিক্ষোভে হাজার হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে কয়েকজনকে ‘অমানবিক ও নৃশংসভাবে’ হত্যা করা হয়েছে। এই পরিস্থিতির উস্কানিদাতা হিসেবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে এবং ২৪ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। গত ডিসেম্বরের শেষে ইরানে এই বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, কুর্দি এলাকায় সংঘাতের মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ।

Ad 300x250

সম্পর্কিত