স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, একটি টুর্নামেন্টের জন্য ওই অঞ্চলে অবস্থান করা তরুণ তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবাগাতুল্লাহ ও হারুন এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এসিবি।
এই হামলার ফলে দুই দেশের সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরিয়ে এনেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এই হামলার প্রতিশোধ নেবে।’
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট বিমান হামলা’ চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল।
জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউনামা) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক বিমান হামলার আগে সংস্থাটি জানিয়েছিল, আন্তঃসীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, একটি টুর্নামেন্টের জন্য ওই অঞ্চলে অবস্থান করা তরুণ তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবাগাতুল্লাহ ও হারুন এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এসিবি।
এই হামলার ফলে দুই দেশের সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরিয়ে এনেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এই হামলার প্রতিশোধ নেবে।’
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট বিমান হামলা’ চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল।
জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউনামা) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক বিমান হামলার আগে সংস্থাটি জানিয়েছিল, আন্তঃসীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন।

মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
৮ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হা
১ দিন আগে