স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, একটি টুর্নামেন্টের জন্য ওই অঞ্চলে অবস্থান করা তরুণ তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবাগাতুল্লাহ ও হারুন এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এসিবি।
এই হামলার ফলে দুই দেশের সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরিয়ে এনেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এই হামলার প্রতিশোধ নেবে।’
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট বিমান হামলা’ চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল।
জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউনামা) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক বিমান হামলার আগে সংস্থাটি জানিয়েছিল, আন্তঃসীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, একটি টুর্নামেন্টের জন্য ওই অঞ্চলে অবস্থান করা তরুণ তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবাগাতুল্লাহ ও হারুন এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এসিবি।
এই হামলার ফলে দুই দেশের সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরিয়ে এনেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এই হামলার প্রতিশোধ নেবে।’
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট বিমান হামলা’ চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল।
জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউনামা) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক বিমান হামলার আগে সংস্থাটি জানিয়েছিল, আন্তঃসীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৬ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৭ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১১ ঘণ্টা আগে