leadT1ad

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রধানমন্ত্রীর শোকবার্তা

মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু। এক্সে এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় মালদ্বীপের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশটি যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, সে বিষয়ে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের পক্ষ থেকে একের পর এক শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত