leadT1ad

আইসিই এজেন্টের গুলিতে নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০০: ০৭
মিনিয়াপোলিসের পাউডারহর্ন পার্কে রেনি গুডের পক্ষে অ্যান্টি-আইসিই বিক্ষোভ। ছবি: সিএনএন

মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে রেনে গুড নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন মতে, এর মধ্যেই মিনিয়াপোলিসে আরও কয়েকশ এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।

তুষারপাত উপেক্ষা করে শনিবার মিনিয়াপোলিসের পাউডারহর্ন পার্কে হাজার হাজার মানুষ জড়ো হন। তাঁরা ৩৭ বছর বয়সী তিন সন্তানের জননী রেনে গুডের নাম ধরে স্লোগান দেন। গত বুধবার সকালে আইসিই এজেন্টের গুলিতে নিহত হন রেনে গুড। বিক্ষোভকারীরা বিশপ হেনরি হুইপল ফেডারেল ভবনের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় ।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে জানিয়েছেন, এজেন্টদের নিরাপত্তার স্বার্থে মিনিয়াপোলিসে আরও কয়েকশ কাস্টমস ও বর্ডার পেট্রোল অফিসার পাঠানো হচ্ছে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফেডারেল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্প হাজার হাজার সশস্ত্র এজেন্ট পাঠিয়েছেন ।’ তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও বোস্টনসহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘আইসিই আউট ফর গুড’ জোট সারা দেশে এক হাজারের বেশি সমাবেশের পরিকল্পনা করেছে। লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও বৃষ্টির মধ্যে বিক্ষোভ হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত