স্ট্রিম ডেস্ক

অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। শারদ পাওয়ারের ভাতিজা অজিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান।
উড়োজাহাজটি বিধ্বস্তের পরেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভারতের সিভিল এভিয়েশনের মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তে অজিত পাওয়ার ও তাঁর সঙ্গী চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাইলট ও দুজন যাত্রী রয়েছেন। যাত্রীদের একজন অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা।
জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে ব্যক্তিগত উড়োজাহাজে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। সকাল ৮টা নাগাদ উড়োজাহাজটি রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর বারামতী বিমানবন্দরে এটি অবতরণ করার কথা ছিল। তার আগেই বিমানবন্দর সংলগ্ন একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন অজিত পাওয়ারসহ পাঁচজন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজিত পাওয়ার।
প্রাথমিকভাবে জানা গেছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনার মুখে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার পরে স্থানীয়রা সেখানে ছুটে গিয়ে উদ্ধারকাজে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, দুর্যোগ মোকাবিলা টিমসহ সরকারি কর্মকর্তারা। দুই ইঞ্জিনবিশিষ্ট ওই চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
অজিত পাওয়ার এনসিপি প্রতিষ্ঠাতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভার সংসদ সদস্য ও এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের চাচা। দুর্ঘটনার খবর পেয়ে তারা মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক নেতারা।

অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। শারদ পাওয়ারের ভাতিজা অজিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান।
উড়োজাহাজটি বিধ্বস্তের পরেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভারতের সিভিল এভিয়েশনের মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তে অজিত পাওয়ার ও তাঁর সঙ্গী চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাইলট ও দুজন যাত্রী রয়েছেন। যাত্রীদের একজন অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা।
জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে ব্যক্তিগত উড়োজাহাজে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। সকাল ৮টা নাগাদ উড়োজাহাজটি রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর বারামতী বিমানবন্দরে এটি অবতরণ করার কথা ছিল। তার আগেই বিমানবন্দর সংলগ্ন একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন অজিত পাওয়ারসহ পাঁচজন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজিত পাওয়ার।
প্রাথমিকভাবে জানা গেছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনার মুখে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার পরে স্থানীয়রা সেখানে ছুটে গিয়ে উদ্ধারকাজে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, দুর্যোগ মোকাবিলা টিমসহ সরকারি কর্মকর্তারা। দুই ইঞ্জিনবিশিষ্ট ওই চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
অজিত পাওয়ার এনসিপি প্রতিষ্ঠাতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভার সংসদ সদস্য ও এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের চাচা। দুর্ঘটনার খবর পেয়ে তারা মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক নেতারা।

বাণিজ্য চুক্তি অনুমোদনে দেরি করার অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দেশটির রপ্তানি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন।
১ দিন আগে
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।
২ দিন আগে
এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
২ দিন আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
২ দিন আগে