leadT1ad

কাবুলে বিস্ফোরণে নিহত অন্তত ৭

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ৫৭
প্রতীকী ছবি। ছবি: এএফপি

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। তালেবান সরকার নিহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না করলেও বেশ কয়েকজনের প্রাণহানির কথা স্বীকার করেছে। তবে ইতালি-ভিত্তিক এনজিও ‘ইমার্জেন্সি’ জানিয়েছে, তাদের হাসপাতালে আনা ২০ জনের মধ্যে সাতজনই মৃত ছিলেন। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) কাবুলের অভিজাত এলাকা শাহরে-নওতে এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি বিদেশি নাগরিকদের আবাসস্থল ও শহরের অন্যতম নিরাপদ স্থান হিসেবে পরিচিত।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে জানান, প্রাথমিক তথ্যে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইতালি-ভিত্তিক এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর তাদের সার্জিক্যাল সেন্টারে ২০ জন হতাহতকে আনা হয়। এর মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের ভিডিওতে দুর্ঘটনাস্থলের রাস্তায় ধ্বংসস্তূপ ও ধুলার আস্তরণ দেখা গেছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে বিস্ফোরণের ঘটনা কমে আসে। তবে আইএসআইএল (আইএস) সংশ্লিষ্টরা এখনো সক্রিয় রয়েছে। এর আগে ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল।

Ad 300x250

সম্পর্কিত