leadT1ad

গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৪৮
শান্তিচুক্তির পর ইসরায়েলি বাহিনী অন্তত ২৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ছবি: গালফ টাইমস

যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বুরেজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায়। অন্যদিকে, গাজার ‘ইয়েলোলাইন’ অতিক্রমের অভিযোগে বাকি দুইজনকে হত্যা করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া শান্তিচুক্তির পর ইসরায়েলি বাহিনী অন্তত ২৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, অনেক আহত ও নিহত এখনও ধ্বংসস্তূপের নিচে বা সড়কে আটকা পড়ে রয়েছেন। অ্যাম্বুল্যান্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি চিকিৎসার জন্য রাফা ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। গাজার প্রায় ৪ হাজার রোগী ইতিমধ্যেই মিসর ও অন্যান্য দেশে চিকিৎসার জন্য গেছেন, আরও ১৬ হাজার ৫০০ রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।

এদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি নির্মাণকারীরা হামলা অব্যাহত রেখেছে। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে কৃষক ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি নির্মাণকারীরা হামলা চালিয়েছে। এই হামলায় সাংবাদিকসহ অনেক আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে অন্তত ১২৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে চাষের আওতায় থাকা ৪ হাজারের বেশি জলপাই গাছ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনারা রামাল্লা ও জেনিন এলাকায়ও ফিলিস্তিনিদের গ্রেফতার ও নির্যাতন করেছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি ১০ অক্টোবর কার্যকর হয়। এতে ইসরায়েলি সেনারা জনবসতিপূর্ণ এলাকা থেকে সরে আসে এবং উত্তর গাজার বাস্তুচ্যুতরা ধীরে ধীরে তাদের বাড়িতে ফিরতে শুরু করে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার উদ্যোগের প্রথম ধাপ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

খবর: আল-জাজিরা, গাল্ফ টাইমস

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত