আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক
স্ট্রিম ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনপ্রকার যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত আলাস্কা বৈঠক। তবে আলোচনায় ‘কিছু বড় অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে, পুতিন ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন শান্তি আলোচনায় উসকানি না দেয়।
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই নেতা গণমাধ্যমে যৌথ বিবৃতি দিলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তাঁরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্কোরেজে আলোচনায় বসে ‘কিছু বড় অগ্রগতি’ অর্জন করেছেন। তবে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
ট্রাম্প আরও বলেন, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা যে বোঝাপড়ায় পৌঁছেছি, তা ইউক্রেনে শান্তির পথ প্রশস্ত করবে।’
পুতিন অবশ্য সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যেন ‘কাজে বিঘ্ন না ঘটায়’ ও ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় ‘উসকানি’ না দেয়।
সংবাদ সম্মেলন শেষে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। তবে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে আলাপ দুই দেশকে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখার সুযোগ দিয়েছে।
পেসকভ বলেন, আলোচনা আসলেই খুব ইতিবাচক ছিল। দুই প্রেসিডেন্টও এ নিয়ে কথা বলেছেন। এই আলোচনা আমাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তবে ইতিবাচক কী আলোচনা হয়েছে এ বিষয়ে পেসকভ বিস্তারিত ব্যাখ্যা করেননি।
অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের বিষয়টি তিনি আবার ভাববেন।
আলাস্কায় রুশ নেতার সঙ্গে তাঁর বৈঠক খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে দাবি করে ট্রাম্প আরও বলেন, আজ যা ঘটেছে, তার কারণে আমার মনে হয় শুল্ক নিয়ে এখন ভাবার দরকার নেই। এটা নিয়ে আমি হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিছু ভাববো।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একটি সমাধানে পৌঁছাতে স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বহুল আলোচিত এ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনপ্রকার যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত আলাস্কা বৈঠক। তবে আলোচনায় ‘কিছু বড় অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে, পুতিন ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন শান্তি আলোচনায় উসকানি না দেয়।
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই নেতা গণমাধ্যমে যৌথ বিবৃতি দিলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তাঁরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্কোরেজে আলোচনায় বসে ‘কিছু বড় অগ্রগতি’ অর্জন করেছেন। তবে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
ট্রাম্প আরও বলেন, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা যে বোঝাপড়ায় পৌঁছেছি, তা ইউক্রেনে শান্তির পথ প্রশস্ত করবে।’
পুতিন অবশ্য সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যেন ‘কাজে বিঘ্ন না ঘটায়’ ও ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় ‘উসকানি’ না দেয়।
সংবাদ সম্মেলন শেষে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। তবে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে আলাপ দুই দেশকে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখার সুযোগ দিয়েছে।
পেসকভ বলেন, আলোচনা আসলেই খুব ইতিবাচক ছিল। দুই প্রেসিডেন্টও এ নিয়ে কথা বলেছেন। এই আলোচনা আমাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তবে ইতিবাচক কী আলোচনা হয়েছে এ বিষয়ে পেসকভ বিস্তারিত ব্যাখ্যা করেননি।
অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের বিষয়টি তিনি আবার ভাববেন।
আলাস্কায় রুশ নেতার সঙ্গে তাঁর বৈঠক খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে দাবি করে ট্রাম্প আরও বলেন, আজ যা ঘটেছে, তার কারণে আমার মনে হয় শুল্ক নিয়ে এখন ভাবার দরকার নেই। এটা নিয়ে আমি হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিছু ভাববো।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একটি সমাধানে পৌঁছাতে স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বহুল আলোচিত এ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে